বাস খাদে পড়ে প্রাণ গেল ভারতীয়সহ পাঁচ যাত্রীর

1756011057-b717daa71073259a3cf2e092cbf3c488.webp
আনোয়ার হোসেন

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় ভারতীয়সহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটে আই-৯০ হাইওয়ের এক্সিট ৪৮-এর কাছে স্টেটেন আইল্যান্ডভিত্তিক এম অ্যান্ড ওয়াই ট্যুর ইনকর্পোরেটেড-এর একটি ট্যুর বাস উল্টে খাদে পড়ে যায়। শনিবার (২৩ আগস্ট) নিউ ইয়র্ক স্টেট পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করে।

নিহতরা হলেন— শি হংঝুও (২২), ঝাং জিয়াওলান (৫৫), জিয়ান মিংলি (৫৬), পিঙ্কি চাংরানি (৬০), শঙ্কর কুমার ঝা (৬৫)।

বাসটিতে ৫৪ জন যাত্রী ছিলেন এবং এটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনার সময় চালক বিভ্রান্ত হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে স্টেট পুলিশের মেজর আন্দ্রে রে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি নাকি চালকের ভুল—তা এখনও নিশ্চিত নয়। তদন্ত চলছে এবং এ পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি ২০২৪ সালে সন্তোষজনক নিরাপত্তা রেটিং পেলেও ২০২২ ও ২০২৩ সালে নিরাপত্তা পরীক্ষায় ৪৩টির মধ্যে ৯ বার ব্যর্থ হয়। ২০১৯ সালে পরিবেশগত নিয়ম না মানায় প্রতিষ্ঠানটিকে প্রায় ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাজ্য পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top