বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মা ও শিশু হাসপাতালে

prothomalo-bangla_2022-03_3d58ab96-ef35-495d-8dda-ba833ecd6094_child.avif
আনোয়ার হোসেন

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগরপাড়া উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে এক ‘মানসিক ভারসাম্যহীন’ নারী সন্তান প্রসব করেছেন।

ঘটনাটি ঘটে শনিবার (১৮ অক্টোবর) রাতে। স্থানীয়দের সহায়তায় মা ও নবজাতককে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থলে স্থানীয়দের উদ্ধার অভিযান

স্থানীয়দের বরাতে জানা যায়, নারীর নাম শাবানা বেগম (২৫)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং মাঝে মাঝে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে রাত কাটাতেন।
গতকাল সন্ধ্যায় ভবনটি থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা শাবানার কোলে নবজাতককে দেখতে পান।

পরে দ্রুত মা ও শিশুকে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেন স্থানীয়রা। নবজাতক সুস্থ থাকলেও শাবানার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

প্রশাসনের তৎপরতা

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন,

“আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মা ও শিশুর চিকিৎসাসহ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান জানান,

“মা ও নবজাতকের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা হয়েছে। সমাজসেবা কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

হাসপাতালের অবস্থা

শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক তানবির আহমেদ বলেন,

“শনিবার রাতে মা ও নবজাতককে ভর্তি করা হয়েছে। নবজাতক সুস্থ আছে, তবে মা শারীরিকভাবে দুর্বল। তাঁকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top