বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম

1756896171-c5d2efca5ded14cad6843f2ff48be2a1.webp
আনোয়ার হোসেন

গতকাল ২ সেপ্টম্বর বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। এদিন সকালে স্বর্ণের দাম আউন্সপ্রতি বেড়ে তিন হাজার ৫০০ ডলার অতিক্রম করেছে।

মার্কিন ডলারের দুর্বলতা ও চলতি সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে—এই প্রত্যাশা থেকে স্বর্ণের প্রতি আকর্ষণ বেড়েছে বিনিয়োগকারীদের। এ কারণেই পণ্যটির দাম বেড়েছে।

২ সেপ্টেম্বর বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে তিন হাজার ৫০৮ দশমিক ৫০ মার্কিন ডলারে ওঠে। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে।

ক্যাপিটাল ডটকমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রড্ডা বলেন, দুর্বল অর্থনৈতিক পরিপ্রেক্ষিত ও যুক্তরাষ্ট্রের সুদহার কমানোর সম্ভাবনা স্বর্ণসহ মূল্যবান ধাতুর বাজার চাঙা করে তুলছে। তার ভাষায়, আরেকটি কারণ হচ্ছে- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, তথা ফেডের স্বাধীনতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ডলারভিত্তিক সম্পদে আস্থার সংকট তৈরি হয়েছে।

মাসের পর মাস ধরে ট্রাম্প ফেড ও এর চেয়ারম্যান জেরোম পাওয়েলের সমালোচনা করছেন। ট্রাম্পের মূল অভিযোগ, পাওয়েল সুদহার কমাচ্ছেন না। সম্প্রতি তিনি আবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়াশিংটন সদর দফতরের ব্যয়বহুল সংস্কারকাজ নিয়েও পাওয়েলের সমালোচনা করেন।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার সাক্ষাৎকারে বলেছেন, ফেড স্বাধীন প্রতিষ্ঠান ছিল এবং থাকা উচিতও। কিন্তু ফেড অনেক ভুল করেছে। পাশাপাশি তিনি ট্রাম্পের পক্ষ নিয়ে দাবি করেন, বন্ধকির বিষয় নিয়ে জালিয়াতির অভিযোগে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার অধিকার প্রেসিডেন্টের রয়েছে।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ব্যবসায়ীরা এখন ধরে নিচ্ছেন, ১৭ সেপ্টেম্বর ফেডের এক-চতুর্থাংশ শতাংশ পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা ৯০ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, স্বর্ণে বিনিয়োগ করে সুদ পাওয়া যায় না ঠিক, কিন্তু সুদের হার কম থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে; অর্থাৎ সুদহার কমলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top