ব্যালন ডি’অর ২০২৫: বিজয়ী হওয়ার দৌড়ে যারা এগিয়ে

1758539225-10819ce618b2f634cdbe814cc6276885.webp
আনোয়ার হোসেন

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর -এর ৬৯তম আসরের বিজয়ী ঘোষণা হবে আজ (সোমবার)। ফ্রান্সের প্যারিসে, ঐতিহাসিক থিয়েত্র দ্যু শাতলে মঞ্চে জমকালো আয়োজনে দেওয়া হবে এ বছরের সেরা ফুটবলারের পুরস্কার।

শুধু পুরুষ নয়, অনুষ্ঠানে সেরা নারী খেলোয়াড়, গোলরক্ষক, তরুণ ফুটবলার, সর্বোচ্চ গোলদাতা ও কোচদেরও সম্মাননা জানানো হবে।

দীর্ঘদিন ধরেই ব্যালন ডি’অর মানেই ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্য। ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বাধিক ৮ বার জিতেছেন মেসি এবং ৫ বার জিতেছেন রোনালদো, তিনি রেকর্ড ১৮ বার মনোনয়ন পেয়েছেন। তবে এবারের আসরে নেই এই দুই মহাতারকার নাম।

২০২৫ ব্যালন ডি’অরের জন্য ৩২ জন পুরুষ ফুটবলারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন- জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, রবার্ট লেভানডভস্কি, ভিনিসিয়ুস জুনিয়র, মোহামেদ সালাহ, ডেক্লান রাইস, ভার্জিল ফন ডাইক, পেদ্রির মতো তারকারা।

তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশেষজ্ঞদের মতে, এবারের ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে আছেন দুজন। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন উসমান দেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ঘরোয়া কাপ সব মিলে পিএসজিকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা ছিল তার। মৌসুমে করেছেন ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে হয়েছেন সেরা খেলোয়াড়। ফলে ব্যালন ডি’অরের জন্য প্রথম ফেভারিট মনে করা হচ্ছে এই ফরাসি উইঙ্গারকে।

মাত্র ১৮ বছর বয়সী বার্সা ফরোয়ার্ড লামিনে ইয়ামালও আছেন আলোচনার কেন্দ্রে। বড় ম্যাচে গোল, অ্যাসিস্ট আর পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। মেসির পরে বার্সেলোনার নতুন ১০ নম্বর জার্সিধারী হয়ে উঠেছেন দর্শকদের আবেগের প্রতীক।

সোমবার রাতে প্যারিসে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান। সেরা খেলোয়াড়দের মুকুট উঠবে কার মাথায়, তা জানার জন্য ফুটবলবিশ্ব তাকিয়ে আছে প্যারিসের মঞ্চের দিকে।

অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস টেন ১, সনি লিভ অ্যাপে এবং উয়েফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top