ভারতকে আবারও পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান

1760857218-6eb565c71b1ec6999e5f9d62cca59090.webp
আনোয়ার হোসেন

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে মন্তব্য করেছিলেন—“পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নাগালে”—তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। মুনির সতর্ক করে বলেছেন, উসকানি পেলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে নাThe Times of India+1

বিশেষ করে শনিবার (অ্যাবোটাবাদ‑কাকুলে) পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) ক্যাডেটদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মুনির বলেন, পারমাণবিক অস্ত্র দ্বারা ঘেরা পরিবেশে যুদ্ধের কোনো জায়গা নেই; তবু যদি পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ ঘটে তাহলে “উসকানিদাতাদের প্রত্যাশার চেয়ে অনেক শক্ত প্রতিক্রিয়া” দেখানো হবে। তিনি জানান, ভারতের যেকোনো আগ্রাসনের পুরো দায়ভার ভারতের উপরই এসে পড়বে এবং তা পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। The Times of India

মুনিরের সতর্কবার্তায় পূর্বের ঘোষণার রেশও পাওয়া যায়—আগস্টে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রবাসী সমাবেশে তিনি বলেছিলেন, “আমরা পারমাণবিক দেশ। যদি মনে করি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমরা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হব।” সেই মন্তব্যকে ঘিরে তখনই আলোচনা-অভিযোগ উঠে; পাকিস্তান কর্তৃপক্ষ পরে কিছু ব্যাখ্যা দিয়েছিল। Hindustan Times+1

ভারতীয় প্রতিক্রিয়া ও বিশ্লেষণ
ভারতীয় সূত্রগুলোর প্রতিবেদন উল্লেখ করে বলা হয়েছে, পাকিস্তানে সামরিক নেতৃত্বের হাতে পারমাণবিক সক্ষমতা থাকায় সমগ্র অঞ্চল একটি জটিল নিরাপত্তা ঝুঁকির মুখে—এমনটাই আশঙ্কা করা হচ্ছে। একই সাথে ভারতীয় রাজনৈতিক ও প্রতিরক্ষা পর্যায়ে মুনিরের মন্তব্যকে এক ধরনের আঘাতসহকারে দেখা হয়েছে এবং তা আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে বলে সতর্ক করা হচ্ছে। The Indian Express+1

পরিপ্রেক্ষিত ও উদ্বেগ
রাজনৈতিক উত্তাপ ও কূটনৈতিক প্রতিক্রিয়া এ মুহূর্তে দ্রুতই বেড়ে ওঠার সম্ভাবনা রাখে। দুই পারমাণবিক সক্ষম প্রতিবেশীর মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়বে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে—বিশেষত সরাসরি হুমকি বা উসকানিমূলক বিবৃতি চলতে থাকলে। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মুনিরের মন্তব্যগুলোকে নিয়ে বিতর্ক ও ব্যাখ্যারও খবর উঠেছে। The Times of India+1

সূত্র (নির্বাচিত): টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস ও আরব নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top