ভারতের বিপক্ষে টাইগারদের একাদশে আসছে কি বড় পরিবর্তন?

1758693579-4758e214fd0d210a1b006037a53111e0.webp
আনোয়ার হোসেন

এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষাটা আজ। প্রতিপক্ষ হট ফেভারিট ভারত। পরিসংখ্যানের খাতায় টাইগাররা অনেকটাই পিছিয়ে। দুই দলের মধ্যে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭ বারের দেখায় মাত্র একবারই জিতেছে বাংলাদেশ। তবে ক্রিকেট শুধু সংখ্যার খেলা নয়, মাঠে বাস্তবতা বদলে দেয় মুহূর্তে।

অতীতেও দেখা গেছে বাংলাদেশ একবার ভারতকে হারিয়েছে এমন এক সময়, যখন পরিসংখ্যান বলেছিল ঠিক উল্টো কথা। তাই অঘটনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। সেই লক্ষ্যেই আজ ভারতের বিপক্ষে লড়বে লিটন দাসের দল।

ম্যাচের আগে খানিকটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল অধিনায়ক লিটন দাসকে ঘিরে। অনুশীলনে পিঠে টান লাগায় তার খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ভালো খবর হলো, চোট গুরুতর নয়। ফলে লিটনকে নিয়েই একাদশ সাজানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে জয় এলেও বোলিংয়ে বেশ খরুচে ছিলেন শরিফুল ইসলাম। মাত্র ৪ ওভারে দেন ৪৯ রান। তার বদলে আজ একাদশে পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে দেখা যেতে পারে। ভারতের বিপক্ষে তার পারফরম্যান্সের রেকর্ডও বেশ ভালো।

এই একটি পরিবর্তন ছাড়া বাকি একাদশে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন ধরে রাখতেই আগ্রহী টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top