ভারতের বিরুদ্ধে এসসিও সদস্যপদ স্থগিতের অভিযোগ আজারবাইজানের

1756814148-c2ee900cdb5eb082694483db6256282c.webp
আনোয়ার হোসেন
ভারতের বিরুদ্ধে সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) নিজেদের সদস্যপদ স্থগিতের অভিযোগ করেছে আজারবাইজান। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে দেশটি।

একই সঙ্গে ভারতের বিরুদ্ধে বহুপাক্ষিক কূটনৈতিক নীতি লঙ্ঘনের অভিযোগ করেছে আজারবাইজানের মিডিয়া। তারা অভিযোগ এনেছে, নয়াদিল্লির সিদ্ধান্তটি অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের প্রতি ভারতের সমর্থনের সঙ্গে সম্পৃক্ত।

এক বৈঠকের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজর শরিফকে অভিনন্দন জানান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

এ বছরের ভারত-পাকিস্তান যুদ্ধে তিনি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় হয়েছে বলে ইসলামাবাদকে অভিনন্দন জানান। ইলহাম আলিয়েভ বলেন, নয়াদিল্লির কড়াকড়ি সত্ত্বেও ইসলামাবাদের সঙ্গে ভ্রাতৃত্বকে গুরুত্ব দেবে বাকু। পাকিস্তান ও আজারবাইজানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিস্তর করার বিষয়েও বলেন তিনি।

এর আগে আজারবাইজানের মিডিয়া দাবি করে, নয়াদিল্লি পুনরায় এসসিওতে বাকুর সদস্যপদ লাভে বাধা দিয়েছে। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে পূর্ণ সমর্থন দেয় আজারবাইজান। দেশটির পক্ষ থেকে বলা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় তারা উদ্বিগ্ন। সূত্র: আনাদোলু এজেন্সিএনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top