ভালো বীজে ভালো ফসল’ প্রতিপাদ্যে চরফ্যাশনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

dcrdcgfd.png
আনোয়ার হোসেন

ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে ‘জিংক সমৃদ্ধ ধান বীজ সংরক্ষণে হারমেটিক সাইলোর ব্যবহার” শীর্ষক সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ এর অর্থায়নে চরফ্যাশন উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এই প্রোগ্রাম আয়োজন করে।

উপজলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই ভোলার উপপরিচালক কৃষিবিদ মো: খায়রুল ইসলাম মল্লিক। অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ জিংক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণে হার্মেটিক সাইলোর ব্যবহারের উপর কারিগরি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন” হারমেটিক সাইলো মূলত একটি বায়ুরোধী সাইলো যাতে প্রায় ২২০ কেজি ধান বীজ সংরক্ষণ করা যাবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মো: খায়রুল ইসলাম মল্লিক শিশু, নারীসহ সকল শ্রেণীর মানুষের সুস্থ থাকার জন্য জিংক সমৃদ্ধ ধানের চাল খাওয়ার উপর জোর দেন এবং জিংক সমৃদ্ধ ধানের জাত যেমন ব্রি ধান ৭২, ৭৪ ও ১০২ চাষাবাদে কৃষকদের উৎসাহিত করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদা কৃষক কর্তৃক বিভিন্ন ফসলের মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহারের উপর জোর দেন যাতে কৃষকের উৎপাদন খরচ কম হয়। গেইন, বাংলাদেশের পক্ষ থেকে চরফ্যাশন উপজেলায় ১০টিসহ ভোলা জেলায় মোট ৩০টি হার্মেটিক সাইলো বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার আবু তাহের, এসএপিপিও সানাউল্লাহ আজম, এসএএও বিকাশ চন্দ্র সহ দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top