ভোটার তালিকায় কারচুপি নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী

Modi.webp
আনোয়ার হোসেন

ভারতে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ফের কেন্দ্রে থাকা বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার পাটনায় শেষ হল ‌‘ইন্ডি’ জোটের ‘ভোট অধিকারের যাত্রা’। সেখানেই বিজেপিকে আক্রমণ করে রাহুল বলেন, ‘যা আসছে সেটা পরমাণু বোমার থেকেও ভয়ঙ্কর – একটা হাইড্রোজেন বোমা। খুব শিগগিরই ভোট চুরির সত্যিটা সামনে আসবে।’

রাহুলের কথায়, বিজেপি ও নির্বাচন কমিশন মিলে পরিকল্পিতভাবে ভোটার তালিকায় জালিয়াতি করেছে। কখনও আসল ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, আবার কোথাও নকল বা মৃত ভোটার যোগ হয়েছে। তিনি আরও দাবি করেন, আমি যে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান তুলেছি, আজ সেটা চীন থেকে আমেরিকা পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। একই সঙ্গে রাহুল এও দাবি করেন, নতুন যে তথ্য সামনে তিনি আনবেন সেটা দেখার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর মুখ দেখানোর জায়গাও থাকবে না।

অন্যদিকে বিজেপি পাল্টা আক্রমণ করেছে কংগ্রেসকে। পাটনা সাহিবের সাংসদ রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন তোলেন, এত বড় বড় কথা বলছেন, কিন্তু নির্বাচন কমিশন যে হলফনামা চেয়েছিল সেটা দিচ্ছেন না কেন? যদি সত্যিই তথ্য থাকে, তবে আদালতের ভয় কিসের? তিনি রাহুলকে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগও তোলেন। সূত্র : দ্য ওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top