ভোলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ রমজান আলী রনি নামে চাকরিচ্যুত এক সাবেক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রোববার (১৯ অক্টোবর) রাতে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্ট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজীপুর রোড এলাকায় ভোরে অভিযান চালিয়ে রমজান আলী রনিকে আটক করা হয়। তার বসতবাড়ি তল্লাশি করে ১০৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রনি নিজেকে পুলিশের সোর্স বলে পরিচয় দিতেন। তিনি তার বাড়ির বাগানে আসা সেবনকারীদের কাছে ইয়াবা বিক্রি করতেন। লেনদেনে সমস্যা হলে “ডিবিতে ধরিয়ে দেওয়ার ভয়” দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতেন। চাহিদামতো টাকা না দিলে সংশ্লিষ্টদের তথ্য পুলিশে দিয়ে দিতেন বলেও জানা গেছে।
নৌবাহিনী আরও জানায়, আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন।
নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
সূত্র: Dhaka Post