সোমবার ২৫ আগষ্ট ভোলা জেলায় ৫২ টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে ১৪ লক্ষ ০৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসন, ভোলা ও জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৪-২০২৫ অর্থ বছরে ৫২ টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা হতে প্রাপ্ত ১৪ লক্ষ ০৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ বেলাল হোসেন মহোদয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫২ টি সংগঠনের প্রতিনিধির হাতে উক্ত অনুদানের চেক তুলে দেন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, ভোলাএর উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার। জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা এর সহকারী পরিচালক জনাব কাজী গোলাম কবির, সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) জনাব আব্দুল মাজিদ শাহসহ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনসমূহর প্রাতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন জুয়েল মহাসচিব, সান, বোরহানউদ্দিন, অগ্রদূত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেনসহ অন্যান্য প্রতিনিধিবর্গ
ভোলায় ৫২ টি নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদানের চেক বিতরণ
