ভোলার লালমোহনে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার সকালে ভোলা–চরফ্যাশন সড়কের ডাওরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেনের বাড়ি চরফ্যাশন উপজেলার রৈদেরহাট এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ডাওরী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি ধুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী কবির হোসেন নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।