বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকায় নৌবাহিনী একটি অভিযান পরিচালনা করেছে।
নৌবাহিনী জানিয়েছে, এ সময় জেলা সদরের মাদক ব্যবসায়ী মো. রাশেদ (২৮) কে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরাও অংশ নিয়েছিলেন।
নৌবাহিনী জানিয়েছে, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে তারা দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।