ভোলা-৪ আসনে প্রার্থী হতে চান সুপ্রীম কোর্টে আইনজীবী এ্যাড. ছিদ্দিক উল্ল্যাহ

bhola-04.jpg
আনোয়ার হোসেন

নির্বাচনের রোডম্যাপ নিয়ে চলছে রাজনৈতিক টানাপড়েন। নির্বাচন কখন হবে তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
এমন ববাস্তবতায় জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ না হলেও মাঠে নেমে পড়ছেন ভোলার প্রার্থীরা।ভোলার চারটি সংসদীয় আসনে বিএনপি, বিজেপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈনিক দলের কে প্রার্থী হবে তা চুড়ান্ত হয়নি তবে নিজেদের নাম আলোচনায় আসতে বেশীরভাগ প্রার্থী ঈদের সময় নিজ নিজ নির্বাচনী এলাকায় ভিড়তে শুরু করেছেন। শুভেচ্ছ্বা বিনিময়, মতবিনিময় ও শো ডাউন চলছে তাদের। জনগনে সেবায় নিজেদের নিয়োজিত করতে চান তারা।

তবে এ মুহুর্তে সবচেয়ে বেশী আলোচিত ভোলা- ৪ সংসদীয় আসন। এ আসনে বিএনপির হেমিওয়েট প্রার্থী নাজিম উদ্দিন আলম ও নুরুল ইমলাম নয়ন রয়েছে আলোচনায়। একই আসবে বিএনপি থেকে প্রার্থী হতে চান বাংলাদেশ সুপ্রীপ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ।
তিনি ঢাকা থেকে ভোলায় এসে বিশাল শো ডাউন নিয়ে নির্বাচনী এলাকা চরফ্যাশনে প্রবেশ করেন। আগামী নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে মাঠে থাকবে এমন ঘোষনা করেন তিনি।

দাবী করেন, ছাত্র জীবন থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত।
এই প্রথম বারের মত নির্বাচনে অংশ নিতে মাঠ গোছাতে ব্যস্ত তিনি। তবে দলীয় সিদ্ধান্তের উপরও আস্তা রয়েছে তার।
মানুষের সেবা করে এবং জনগনের প্রত্যাশা পূরনে কাজ করার কথাও জানান তিনি।
এদিকে রাজনৈতিক অঙ্গনে প্রার্থীদের নাম খ্যাতি থাকলেও সুখে দুখে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকে বেচে নিবেন এলাকাবাসী, এমনটাই বলছেন তৃনমূলের ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top