মনোনয়ন প্রসঙ্গে বিতর্কে সংঘর্ষ: গাংনীতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

amarbholanews-photo-bnp-hotta.jpg
আনোয়ার হোসেন

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামে মনোনয়ন নিয়ে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে রিপন আলী (৩৫) নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত রিপন আলী ওই গ্রামের খেদের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেদের আলী বাড়ির পাশের একটি চায়ের দোকানে স্থানীয় বিএনপি নেতাদের মনোনয়ন প্রসঙ্গে আলোচনা করছিলেন। তিনি বলেন, “এবার গাংনীতে মনোনয়ন পাবেন আমজাদ হোসেন, আর মেহেরপুরে মাসুদ আরুন।” এ সময় দোকানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। পরে খেদের আলী বাড়ি ফিরে আসেন।

কিছুক্ষণ পর আকুব আলী নামের এক ব্যক্তি তাঁর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিষয়টি নিয়ে খেদের আলীর বড় ছেলে রিপন আলীর সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আকুব আলী হাতে থাকা দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে রিপনের গলায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহত রিপন আলীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাসুদ রানা বলেন, “রিপন আলীর গলায় গভীর ক্ষত রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

গাংনী থানার ওসি জানান, বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top