মসজিদে আমির হামজাকে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতা লাঞ্ছিত

Media-2.jpeg
আনোয়ার হোসেন

কুষ্টিয়ায় আসরের নামাজ শেষে মসজিদে ইসলামি বক্তা মুফতি আমির হামজার বক্তব্য চলাকালে রাজনৈতিক আলোচনা নিষেধ করায় স্থানীয় বিএনপি নেতা শাজাহান আলী হান্নানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

শাজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং বরিয়া জামে মসজিদ কমিটির সভাপতি। প্রায় সাড়ে তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে বক্তব্য চলাকালে তিনি মুফতি আমির হামজাকে বলেন, “হুজুর, ধর্মীয় আলোচনা যত পারেন করুন, কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না।” এসময় মসজিদের কয়েকজন মুসল্লি উত্তেজিত হয়ে তাঁর দিকে তেড়ে যান ও ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন।

 

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে হান্নান বলেন, “আমি সভাপতি হিসেবে শুধু রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ করেছিলাম। কিন্তু উপস্থিত কিছু ব্যক্তি আমাকে ধাক্কা দেয়। তাদের বেশিরভাগই স্থানীয় নয়, জামায়াতে ইসলামীর কর্মী।” তিনি জানান, বিষয়টি জেলা বিএনপির সদস্যসচিবকে জানিয়েছেন।

 

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বলেন, “মসজিদে রাজনৈতিক আলোচনা অনুচিত। সভাপতির সঙ্গে এমন আচরণ প্রতিহিংসামূলক।”

 

অন্যদিকে মুফতি আমির হামজা বলেন, “আমি তো তখনো বক্তব্য শুরু করিনি। তিনি (হান্নান) কথা বলার পর কয়েকজন উত্তেজিত হয়। পরে আমি পরিস্থিতি শান্ত করে বের হয়ে আসি।”

 

ঘটনা সম্পর্কে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “মসজিদে রাজনৈতিক আলোচনা নিষেধ করা অপরাধ নয়। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।”

 

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top