মেঘনায় জাল ফেলা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, জেলে নিহত

1756749931-ae566253288191ce5d879e51dae1d8c3.jpg
আনোয়ার হোসেন

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জাল ফেলা নিয়ে দুটি মাছ শিকারী নৌকার জেলেদের মধ্যে দ্বন্দ্বের জেরে হামলায় ইব্রাহিম মাঝি (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

হামলার সময় ইব্রাহিম নৌকার ভেতরে লুকিয়ে ছিল। এসময় বাঁশের লগির আঘাতে তার পেটের বাম পাশে ক্ষত হয়। একপর্যায়ে নৌকাটি নদীতে ডুবে গেলে ইব্রাহিমও ডুবে মারা যান বলে  জানান পরিবার। তবে হামলাকারীদের কারো নাম ঠিকানা বলতে পারেননি কেউ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত নৌকার মাঝি মো. আল-আমিন ও নিহতের খালাতো ভাই আবুল বাশার আবু হুজুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রবিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরআলেকজান্ডার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বালুরচর এলাকার মোহতাসিন মাঝির ছেলে।

হাতিয়া উপজেলার নলছিড়া নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, আমাকে দৌলতখান থানার ওসি মোবাইলফোনে বিষয়টি জানিয়েছেন। মামলা করতে হলে হাতিয়া থানায় করতে হবে। এজন্য নিহতের স্বজনদেরকে মরদেহ নিয়ে আসার জন্য বলেছি। কিন্তু তারা আসেননি। তারা আমাকে বিস্তারিত কোন তথ্যও দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top