ভারতের স্বার্থ রক্ষাই ছিল তাদের একমাত্র কাজ, অভিযোগ বিএনপি নেতার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ হত্যা, গুম, লুণ্ঠন করে এদেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে লালমোহন ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠে আলিয়া মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, “ভারতের সঙ্গে বৈষম্যমূলক চুক্তি করে আওয়ামী লীগ জাতিকে প্রতারিত করেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছাত্র সমাজ ও রাজনৈতিক দলগুলো যখন রাজপথে নামে, তখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। বর্তমানে তাদের মানিলন্ডারিং নিয়ে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনী সহিংসতার সূচনা করেছে শেখ হাসিনা। গত ১৬ বছর ধরে প্রতিটি নির্বাচনে সন্ত্রাস চালিয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে।”
বিএনপি নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে লুটপাট ও দুঃশাসন চরমে পৌঁছেছে। “তারা আয়না ঘর নামের বন্দিশালায় নির্যাতন চালিয়েছে, হাজারো বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে। এমন নির্যাতন না হিটলারের আমলে, না পাকিস্তানি বাহিনীর সময়েও দেখা গেছে,” — যোগ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশারফ হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ।