ক্যারিয়ারে আরেকটি শিরোপা জয়ের হাতছানি ছিল। কিন্তু দেশের মাটিতে আর্জেন্টিনার হয়ে নামার আগে জ্বলে উঠতে পারলেন না লিওনেল মেসি। পারল না তার দল ইন্টার মায়ামিও। লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে হেরে গেছে ২০২৩ সালের চ্যাম্পিয়ন মেসিরা। গতকাল ভোরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৩-০ গোলে হেরেছে মায়ামি। ম্যাচ শেষে সুয়ারেজের থুথু কাণ্ডের জের ধরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল শিরোপাজয়ী সিয়াটল। এদিন স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি মায়ামি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে সিয়াটল। ২৬ মিনিটে ওসাজে ডি রোজারিওর গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে সমতা আনার দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। পরে ৮৪ মিনিটে পেনাল্টি থেকে এবং ৮৯ মিনিটে রথরকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিয়াটল। এর মধ্য দিয়ে ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেয় ২০০৭ সালে প্রতিষ্ঠিত দলটি। এ ছাড়া এ জয়ের মধ্য দিয়ে মেজর লিগ সকারের প্রথম দল হিসেবে উত্তর আমেরিকার সবগুলো শিরোপার স্বাদ পেল সিয়াটল।
মেসিদের হারিয়ে লিগস কাপ চ্যাম্পিয়ন সিয়াটল
