যে কারণে ৬০ হাজার মানচিত্র জব্দ করল চীন

amarbholanews-photo-chine-web.jpg
আনোয়ার হোসেন

তাইওয়ানকে স্ব-শাসিত দ্বীপ হিসেবে ভুলভাবে চিহ্নিত করায় ৬০ হাজার মানচিত্র জব্দ করেছে চীন। চীনা কর্তৃপক্ষের দাবি, ওই মানচিত্রগুলোতে দক্ষিণ চীন সাগরের গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জও বাদ দেওয়া হয়েছে

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মানচিত্র চীনের কাছে একটি সংবেদনশীল বিষয়। চীনা কাস্টমস জানিয়েছে, জব্দকৃত মানচিত্রগুলোতে চীনের দাবি করা ‘নাইন-ড্যাশ লাইন’ চিহ্ন অনুপস্থিত ছিল। এছাড়া সেখানে চীন ও জাপানের মধ্যকার সমুদ্র সীমানাও সঠিকভাবে দেখানো হয়নি

চীনের দৃষ্টিতে, তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ। যদিও দ্বীপটি নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দ্বারা স্বশাসিতভাবে পরিচালিত হয়।

বেইজিং বহুবার বলেছে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও তাইওয়ানকে দখলে রাখবে তারা। অন্যদিকে, তাইওয়ান নিজেকে একটি স্বতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেতে কাজ করছে।

বিশ্লেষকরা বলছেন, মানচিত্র জব্দের এই ঘটনা চীনের ভূখণ্ডগত সংবেদনশীলতা ও ভূরাজনৈতিক উত্তেজনার নতুন উদাহরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top