‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আসলে মোদির যুদ্ধ’

1756390375-96fd1b004aded1e3b3d98192ddab7adb.webp
আনোয়ার হোসেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। নাভারো এই মন্তব্য করেছেন ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক আরোপের কয়েক ঘণ্টার মধ্যে।

ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের রাশিয়া থেকে তেল কেনা মস্কোর যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে এবং এতে যুক্তরাষ্ট্রের ভোক্তা, শ্রমিক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নাভারো আরও বলেছেন, ‘ভারত রাশিয়ার সস্তা তেল কিনে লাভবান হলেও, যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের যুদ্ধ খরচ বহন করতে হচ্ছে।’

এই মন্তব্যের পর ভারত অভিযোগ অস্বীকার করেছে। ভারতের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত বিনয় কুমার বলেছেন, ‘ভারতের লক্ষ্য জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এবং রাশিয়া-ভারত সহযোগিতা বিশ্ব তেলবাজারে স্থিতিশীলতা আনছে।’

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি অনুযায়ী ভারতের ৫৫ শতাংশের বেশি রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে টেক্সটাইল, গয়না ও শ্রমনির্ভর খাত। তবে ইলেকট্রনিকস ও ওষুধ সাময়িকভাবে ছাড় পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top