র‍্যাংকিংয়ে সাইফের বড় লাফ, উন্নতি রিশাদেরও

1759315888-5a4ffeac4fedfd6c86e0453a24be097b.webp
আনোয়ার হোসেন

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেলেন বাংলাদেশের সাইফ হাসান ও রিশাদ হোসেন। বুধবার আইসিসির সর্বশেষ র‍্যাংকিং হালনাগাদে বিশাল লাফ দিয়েছেন ওপেনার সাইফ। একইসঙ্গে বোলারদের র‍্যাংকিংয়ে এগিয়েছেন লেগ স্পিনার রিশাদ।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় সাইফ হাসান ৪৫ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫৫৫। আগের সপ্তাহেই ১৩৩ ধাপ এগিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে সাইফই শীর্ষে।

ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে না পারা অধিনায়ক লিটন দাস তিন ধাপ পিছিয়ে ৪৩তম স্থানে আছেন। এছাড়া তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় যথাক্রমে ৪৫ ও ৪৬তম এবং জাকের আলি ৬৩তম অবস্থানে রয়েছেন।

বোলারদের তালিকায় লেগ স্পিনার রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন। তার রেটিং পয়েন্ট ৬১৮। পেসার তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠেছেন। তবে বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরে থাকা মুস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে ১১তম স্থানে নেমে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top