র‍্যাঙ্কিংয়ে তানজিদ-লিটনদের উন্নতি

1756896498-86bce89a92a4812f72cdea53a44efec9.webp
আনোয়ার হোসেন

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তানজিদ হাসান তামিম ও লিটন দাসের উন্নতি হয়েছে। এছাড়া, ওয়ানডেতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন চতুর্থ স্থানে।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ভালো করার পুরস্কার পেয়েছেন তানজিদ ও লিটন। টি-টোয়েন্টিতে ব্যাটারদের মধ্যে ৮ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠেছেন তামিম। অন্যদিকে, অধিনায়ক লিটন দাস ১ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৪৭ নম্বরে। এছাড়া, ৬ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে নেমে গেছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশিদের মধ্যে তানজিদই সবচেয়ে এগিয়ে।

অবশ্য ৪ ধাপ পিছিয়ে ৬৩ নম্বরে নেমে গেছেন জাকের আলী অনিক। ৪ ধাপ পিছিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও, রয়েছেন ৭৮ নম্বরে। টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে রয়েছেন শেখ মেহেদী হাসান। তবুও বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে তিনিই।

এছাড়া, ৯ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। আফগানিস্তানের রশিদ খান ৩ ধাপ উন্নতি করে রয়েছেন ১৬তম স্থানে। ১৪ ধাপ এগিয়ে ২১তম স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top