শক্তিশালী ঘূর্ণিঝড়ে ভিয়েতনামে নিহত ১৩

1759146683-f8c75b99bf33e8ea6dcad94155f7fb39.webp
আনোয়ার হোসেন

ফিলিপাইন ও ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় বুয়ালোই। এতে দুই দেশে কয়েক ডজন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত শুধু ভিয়েতনামেই অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এতে আরও বলা হয়েছে, গত সপ্তাহে ফিলিপাইনের কেন্দ্রস্থলে ছোট ছোট দ্বীপগুলোতে আঘাত হানে ওই ঘূর্ণিঝড়। এতে গাছ ও বিদ্যুতের খুঁটিগুলো উপড়ে যায়। এছাড়া বাস্তুচ্যুত হন ৪ লাখ মানুষ। ফিলিপাইনের একজন বেসামরিক কর্মকর্তা সোমবার জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রায়ই ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে দেখা যায়।

রবিবার ভিয়েতনামে আঘাত হানে বুয়ালোই। যার গতি ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। দেশটির উত্তর ও কেন্দ্রে কয়েক হাজার ঘর ধ্বংস হয়েছে। সেখানে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। ৭১ বছর বয়সী ত্রিন থি লি বলেন, বাতাসে আমার ঘরের ছাদ উড়ে গেছে। আমি দ্রুত আমার প্রতিবেশীদের বাড়িতে চলে যাই। সেখান থেকে কমপক্ষে ৫৩ হাজার মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে। চারটি অভ্যন্তরীণ বিমানবন্দর ও মহাসড়কের একাংশ সোমবার বন্ধ হয়েছিল। কমপক্ষে ১৮০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top