শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি: সারোয়ার তুষার

amarbholanews-photo-ncp-web.jpg
আনোয়ার হোসেন

শাপলা প্রতীক না পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

সারোয়ার তুষার বলেন, “ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে।”
তিনি আরও দাবি করেন, “ইসির সিদ্ধান্তে কোনো আইনি ভিত্তি নেই। ইসি চাইলে শাপলা প্রতীক তালিকাভুক্ত করতে পারে।”

অন্যদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একই অবস্থান জানান।

এর আগে দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “জাতীয় নাগরিক পার্টি আগামী ১৮ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক না বেছে নিলে প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।”

তিনি আরও জানান, “নির্বাচন কমিশনের বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এনসিপিকে তা সরাসরি দেওয়ার সুযোগ নেই। আগামী ১৯ অক্টোবরের মধ্যে যদি দলটি সিদ্ধান্ত না নেয়, তবে কমিশন নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

এ সময় আখতার আহমেদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে কিনা, তা এখনো ইসিতে উপস্থাপন হয়নি।”

উল্লেখ্য, শাপলা প্রতীক দাবি নিয়ে এনসিপি শুরু থেকেই অনড় অবস্থানে আছে। তারা এ বিষয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং চিঠিও দিয়েছে। এনসিপি নেতারা সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে তারা রাজপথে আন্দোলনে নামবেন, এমনকি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তও পুনর্বিবেচনা করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top