শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুনে ২৫ আনসার সদস্য আহত

prothomalo-bangla_2025-10-18_3nrg1qax_WhatsApp-Image-2025-10-18-at-8.01.48-PM-1.avif
আনোয়ার হোসেন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে অংশ নিতে গিয়ে ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ বিভাগের উপপরিচালক মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রায় এক হাজার আনসার সদস্য ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। এসময় দায়িত্ব পালনকালে ২৫ জন সদস্য আহত হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো এলাকার ৮ নম্বর গেটের পাশে আমদানিকৃত রাসায়নিক, গার্মেন্টস, ইলেকট্রনিকস ও মেশিনারিজ সামগ্রীতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী ও আনসার সদস্যরাও যৌথভাবে আগুন নেভানোর কাজে অংশ নেন।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top