জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর দুইটায় তার জানাজায় অংশ নেওয়ার কথাও জানানো হয়েছে।
শুক্রবার রাতে ঘোষণা মঞ্চ থেকে পরবর্তী কর্মসূচির বিষয়ে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে এই ঘোষণার পর মঞ্চে থাকা নেতারা শাহবাগ ত্যাগ করলেও এখনো অনেকেই ওই এলাকায় অবস্থান করছেন।
উল্লেখ্য, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।




