বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে অবশেষে বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা।
আজ রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
এতে আরও বলা হয়, এই বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুযায়ী সমন্বয়যোগ্য হবে এবং ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ অনুসারে শর্তসাপেক্ষে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তও উল্লেখ করা হয়েছে—
-
এ ভাতা প্রদানে কোনো বকেয়া দাবি করা যাবে না।
-
আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
-
অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
-
প্রশাসনিক মন্ত্রণালয়কে জি.ও জারি করে তা অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে হবে।
নতুন এ আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা টানা ৮ দিন ধরে আন্দোলন করছেন। গতকাল (শনিবার) তারা আমরণ অনশন ও কালো পতাকা মিছিল করেন। আজ রবিবার দুপুরে থালা-বাটি হাতে ‘ভূখা মিছিল’ করার কর্মসূচিও ঘোষণা করেছিলেন তারা। এমন সময়েই সরকার প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধির ঘোষণা দেয়।