শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার

1757409902-34c276b34162e70eee49e4811570b09f.jpg
আনোয়ার হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা উমামা ফাতেমা ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের হাতে একটি নির্দিষ্ট তালিকা তুলে দেওয়া হচ্ছে, যেখানে শিবির সমর্থিত প্রার্থীদের নাম উল্লেখ রয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নিজের ফেসবুক পোস্টে উমামা এ অভিযোগ করেন। পোস্টে তিনি দুটি লিফলেটের ছবি প্রকাশ করে বলেন, ‘এই তালিকাগুলো একটি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের এবং অন্যটি হল সংসদের। উভয় তালিকাতেই শিবিরের সমর্থিত প্রার্থীদের নাম রয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এসব লিফলেট বিতরণ করা হচ্ছে। এক পাশে রয়েছে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীদের নাম, আর অন্য পাশে হলে স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের তালিকা। গুঞ্জন রয়েছে, এই তালিকাগুলো পোলিং বুথের ডেস্কের নিচেও ছড়ানো রয়েছে।’

উমামার দাবি, এর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top