শুটিং সেটেই হার্ট অ্যাটাকে প্রাণ গেল পরিচালকের

1756099188-1879fc1dee6097449c404edc3fec8a3c.webp
আনোয়ার হোসেন

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা মারা গেছেন। ২১ আগস্ট, ইতালির ভেনিসে সিরিজটির পঞ্চম সিজনের শুটিং চলাকালে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৭ বছর।

ঘটনাটি ঘটে ভেনিসের হোটেল ড্যানিয়েলির সেটে। শুটিংয়ের শেষ দৃশ্যের প্রস্তুতির সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন দিয়েগো। দ্রুত চিকিৎসক ডাকা হলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, এক বিবৃতিতে প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও গভীর শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, “এমিলি ইন প্যারিস পরিবারের এক প্রিয় সদস্যকে হারিয়ে আমরা ভীষণ দুঃখিত। তার পরিবার ও কাছের মানুষের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।”

সহকর্মীদের মতে, শুধুমাত্র একজন সহকারী পরিচালক হিসেবেই নয়, বরং সিরিজটির জন্য দিয়েগো বোরেলা হৃদয়ের জায়গা থেকে কাজ করতেন। তার আকস্মিক মৃত্যুতে শুটিং সেটে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top