সংস্কার না করে নির্বাচন হতে পারে না: চরমোনাই পীর

a0f4afff70849a766c3ff5f774cce2d3-68a47fd6d6855.webp
আনোয়ার হোসেন

দেশ যখন আগুনের মতো জ্বলছিলো তখন ছাত্র-জনতা রাজপথে নেমে আসে অন্যায়, খুন-খারাবি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য। তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে। যদি কোনো অশুভচক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচনে ঘোষণা দিতে বাধ্য করে, তাহলে পরিষ্কার করে বলছি- রাজপথে ছাড়ি নাই। যতদিন পর্যন্ত দেশের আইন-শৃঙ্খলা সুন্দর না হবে, কাঙ্খিত সংস্কার না হবে, বিচার দৃশ্যমান না হবে- ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে পূর্বের নিয়মে নি

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল তিনটায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত ‘জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে’ আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম আরও বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। এ সময় তিনি বলেন, টেন্ডারবাজী, রাহাজানি, সন্ত্রাস থেকে এবং বিদেশি আধিপত্য থেকে মুক্তির জন্য একমাত্র পদ্ধতি হলো- পিআর পদ্ধতি। এই দাবি আদায়ের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি চালিয়ে যাবে। তিনি জোড় দিয়ে বলেন, আমরা রাজপথ ছাড়ছি না।

সমাবেশ শেষে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

র্বাচন হতে পারে না; হতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top