সত্যিই কি সংসার ভাঙছে মোনালি ঠাকুরের

1756953797-051f838b90410e70d2b7a0fbd114924d.webp
আনোয়ার হোসেন

বলিউডের জনপ্রিয়  বাঙালি গায়িকা মোনালি ঠাকুরের দাম্পত্যে নেমে এসেছে অস্থিরতা। শোনা যাচ্ছে, সুইজারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিখটারকে বিয়ে করলেও সেই সংসার আর টিকছে না। তবে সবটা এখনও গুঞ্জন কারণ গায়িকা নিয়ে এখনও কিছু স্পষ্ট করছেন না।

করোনাকালের মাঝেই ভক্তদের সামনে বিয়ের খবর প্রকাশ করেছিলেন মোনালি। তিনি জানিয়েছিলেন, তিন বছর আগেই বিদেশি প্রেমিককে বিয়ে করেছেন। তবে বিষয়টি গোপন রেখেছিলেন দু’জনে। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। হিন্দুস্তান টাইমস বলছে, লং ডিসটেন্সের কারণে দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরেছে। ফলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।

সম্প্রতি গায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও নেটিজেনদের কৌতূহল বাড়ে। মোনালি ইতোমধ্যেই ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন এবং মুছে ফেলেছেন একসঙ্গে তোলা সব ছবি। ভারতীয় সংবাদমাধ্যমে গায়িকার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, গত বছর মোনালির মায়ের মৃত্যু সময় থেকেই দুইজনের মধ্যে ফাটল স্পষ্ট হয়ে ওঠে। তখন থেকেই তাদের মধ্যে আর কোনো যোগাযোগ বা বোঝাপড়া নেই বললেই চলে। কয়েক বছরের ব্যবধানে মোনালি ও মাইকের সম্পর্ক অনেকটাই বদলে গেছে। এখন আর তারা স্বামী-স্ত্রী হিসেবে নয়, সম্পূর্ণ আলাদা পথের যাত্রী। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য, ২০১৭ সালে একটি ট্রিপের সময় মোনালি ও মাইকের প্রথম পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় প্রেম, পরে গোপনে বিয়ে। দীর্ঘদিন চুপচাপ থাকার পর ২০২০ সালে গায়িকা নিজেই বিষয়টি প্রকাশ্যে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top