সাপের কামড়ে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মৃত্যু

1760330443-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.webp
আনোয়ার হোসেন

সাপের কামড়ে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হৃদয় হোসেনের মৃত্যু হয়েছে।

রবিবার রাতে নিজ বাড়ি ঝিনাইদহ শৈলকুপার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় আউশিয়া গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের ছাত্র।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, রবিবার রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থী হৃদয় হোসেনকে সাপে কামড় দেয়। সাথে সাথে সাপটিকে আটক করে পরিবারের লোকেরা। এরপর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে এন্টি ভেনোম প্রয়োগ করেন। কিছুক্ষণ পরেই হৃদয়র অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সোমবার ভোরের দিকে তার মৃত্যু হয়।

হৃদয় হোসেনের বন্ধু ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে অপর শিক্ষার্থী সৌরভ হোসেন বলেন, হৃদয় ভালো মনের মানুষ ও মেধাবী ছিল। সহজেই সবাইকে আপন করে নিতেন এবং সবার সাথে মিশতেন। কিন্তু এভাবে হৃদয়ের মৃত্যু হবে তা কখনো ভাবেনি।

এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top