সিডনিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন

1756749175-9e692418c035c0fc4270f792b30b3ae1.webp
আনোয়ার হোসেন

বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিডনির লাকেম্বা প্যারেডে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেভ শর্মা এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের জনগণের সাহস ও সংকল্পের প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য রুহুল আহম্মেদ সওদাগর, সহ-সভাপতি এসএম নিগার এলাহী চৌধুরী, এডভোকেট মোবারক হোসেন, কামরুল হাসান আজাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, গত ১৭ বছরে হাসিনা বিরোধী আন্দোলনে অস্ট্রেলিয়া বিএনপির নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালে দেশ স্বৈরাচার থেকে মুক্ত হয় এবং তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজনে শিল্পী মেহেদী ও অনন্যা সংগীত পরিবেশন করেন। এ সময় আরমান হোসেনের সম্পাদনায় একটি ডিজিটাল স্মরণিকা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বিএনপি অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top