অনেক চেষ্টার পর অবশেষে সরানো গেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে উল্টে যাওয়া তুলাবোঝাই ট্রাকটি। মঙ্গলবার বিকাল ৪টার দিকে এটি সরানো হয়।
এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকামুখী লেনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলকাায় মহাসড়কের ওপর তুলাবোঝাই ট্রাকটি উল্টে যায়। টানা ১৩ ঘণ্টা ট্রাকটি না সরানোর কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে ১০ কিলোমিটারের বেশি দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েন সড়কের বিভিন্ন বাহনে চলাচল করা যাত্রীরা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে ট্রাকটি গতকাল সোমবার দিবাগত রাতে উল্টে যায়। এটি সরানোর জন্য পর্যাপ্ত সরঞ্জাম নেই। তাই ট্রাকটির মালিকপক্ষকে দ্রুত সময়ে সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু তারা তা পারেনি। ফলে যানজটের সৃষ্টি হয়। এ সময় চট্টগ্রাম নগরের সিটিগেট থেকে মাদামবিবির হাট পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়ির দীর্ঘ যানজট তৈরি হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোমিন বলেন, তুলাবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার পথে সামনের চাকা খুলে যাওয়ায় মহাসড়কের ওপর উল্টে যায়। এতে কেউ হতাহত হননি। খবর পেয়ে রেকার ভ্যান নিয়ে গাড়িটি একাধিকবার তোলার চেষ্টা করা হলেও কাজ হয়নি। শেষে বিকাল ৪টার দিকে এটি সরানো হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।