সূর্য যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তবে কী হবে পৃথিবীর পরিণতি?

amarbholanews-photo-surjo-web.jpg
আনোয়ার হোসেন

সূর্য—আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু এবং পৃথিবীতে জীবনের প্রধান উৎস। এর আলো ও তাপ ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনাই করা যায় না। কিন্তু ভাবুন তো, যদি কোনো এক মুহূর্তে সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে যায়—তাহলে কী ঘটবে পৃথিবীতে?

🌍 কক্ষপথ হারিয়ে ছুটে চলবে পৃথিবী

সূর্যের মহাকর্ষীয় আকর্ষণই গ্রহগুলোকে তাদের কক্ষপথে ধরে রাখে। সূর্য হঠাৎ অদৃশ্য হলে পৃথিবী আর সূর্যের চারপাশে ঘুরবে না; বরং তার বর্তমান কক্ষপথের স্পর্শক বরাবর সরলরেখায় মহাকাশে ছুটে যাবে
চাঁদ তখনও পৃথিবীর সঙ্গে থাকলেও পুরো সৌরজগতের ভারসাম্য ভেঙে পড়বে, গ্রহ ও উপগ্রহগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে।

☀️ ৮ মিনিট পর অন্ধকারে ঢেকে যাবে পৃথিবী

সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড। অর্থাৎ সূর্য অদৃশ্য হলেও প্রথম ৮ মিনিট মানুষ কিছুই টের পাবে না। এরপর হঠাৎ করেই দিন রাত্রিতে পরিণত হবে, আকাশ অন্ধকার হয়ে যাবে, তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে।

❄️ জমে যাবে পৃথিবী

সূর্যের তাপ হারিয়ে গেলে এক সপ্তাহের মধ্যেই পৃথিবীর গড় তাপমাত্রা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।
মহাসাগরের উপরিভাগে বরফ জমে যাবে, তবে গভীর সমুদ্র পুরোপুরি জমে যেতে হাজার বছর লেগে যাবে। বরফের নিচে কিছু জীব আরও কিছুদিন বেঁচে থাকতে পারবে।

🌿 ফটোসিন্থেসিস বন্ধ, খাদ্যশৃঙ্খল ভেঙে পড়বে

সূর্যের আলো না থাকলে ফটোসিন্থেসিস বন্ধ হয়ে যাবে, ফলে উদ্ভিদ মারা যাবে, এরপর তৃণভোজী ও মাংসভোজী প্রাণীরাও বিলুপ্ত হবে।
মানুষ হয়তো কিছুদিন টিকে থাকবে সংরক্ষিত খাদ্য, বিদ্যুৎ ও কৃত্রিম তাপের ওপর নির্ভর করে, কিন্তু দীর্ঘমেয়াদে সূর্য ছাড়া জীবন টিকিয়ে রাখা প্রায় অসম্ভব।

🔥 পৃথিবীর অন্তর্গত তাপ ও সম্ভাব্য বেঁচে থাকা

পৃথিবীর অভ্যন্তরীণ তাপ এখনো বিলিয়ন বছর ধরে টিকে থাকবে। সমুদ্রের তলদেশে থাকা হাইড্রোথার্মাল ভেন্টের আশপাশে থাকা জীব কিছুদিন টিকে থাকতে পারে।
ভবিষ্যতে উন্নত প্রযুক্তি থাকলে মানুষও হয়তো ভূগর্ভস্থ আশ্রয়ে কৃত্রিম শক্তির সাহায্যে টিকে থাকতে পারবে।

🌌 সূর্য ছাড়া পৃথিবী—এক রোগ প্ল্যানেট

অবশেষে সূর্যহীন পৃথিবী একটি “রোগ প্ল্যানেট” এ পরিণত হবে—অন্ধকার, ঠান্ডা ও নিঃসঙ্গ। কোটি কোটি বছর পর এটি হয়তো অন্য কোনো নক্ষত্রের মহাকর্ষে ধরা পড়তে পারে, তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ।

🧑‍🔬 বিজ্ঞানীদের আশ্বাস

বিজ্ঞানীরা জানিয়েছেন—এমন ঘটনা অন্তত কয়েক বিলিয়ন বছর পর্যন্ত ঘটবে না। তাই ভয় পাওয়ার কিছু নেই; সূর্য এখনো আমাদের জীবনের আলোকস্তম্ভ হয়ে জ্বলছে।

📰 তথ্য সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top