হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বিশেষ তদন্ত কর্মকর্তা

1758690848-fbe01c3bc2c24e234c32e74d2d2dd6b1.jpg
আনোয়ার হোসেন

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তিনি এ মামলার ৫২তম সাক্ষী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি উপস্থাপন করার কথা রয়েছে। এ ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সাক্ষ্য প্রদানের সময় আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার কয়েকটি ফোনালাপ আদালতে বাজানো হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এ অডিও গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করারও সিদ্ধান্ত রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অন্যতম প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন (এম এইচ) তামিম।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একই মামলায় সিআইডির এক ফরেনসিক বিশেষজ্ঞ পুনঃজবানবন্দি দেন। তিনি শেখ হাসিনার তিনটি কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে এর আগে মোট ৪৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে। এসব সাক্ষ্যে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের ভয়াবহ বর্ণনা উঠে এসেছে। সাক্ষীরা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগ-যুবলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top