হোটেল ওয়েস্টিনে মিলল মার্কিন নাগরিকের লাশ

1756674618-ae566253288191ce5d879e51dae1d8c3.webp
আনোয়ার হোসেন

রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামের এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁর মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, ওই ব্যক্তির লাশ ‘ময়নাতদন্ত ছাড়া’ নিজেদের জিম্মায় নিয়ে গেছে ঢাকায় মার্কিন দূতাবাস।

পুলিশ বলছে, ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে আসেন তিনি। গত শনিবার (৩০ অগাস্ট) উঠেছিলেন হোটেল ওয়েস্টিনে।

ওসি হাফিজুর বলেন, রবিবার দুপুরে কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ জ্যাকসনকে ডাকাডাকি করেও সাড়া পায়নি। পরে পুলিশ ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা খোলার পর তাকে কক্ষে পড়ে থাকতে দেখা যায়।

ওসি জানান, দূতাবাসের তরফে একজন চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা মৃতদেহটি পরীক্ষা করেন। পরে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এমন ধারণা পাওয়ার পর দূতাবাসের কর্মকর্তারা ‘বিনা ময়নাতদন্তে’ লাশটি নিজেদের জিম্মায় নিয়ে যান।

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ অন্যান্য তদন্তকারী ইউনিটের কর্মকর্তারা গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top