দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
⚠️ যে জেলাগুলো ঝড়ের সম্ভাবনায় রয়েছে
বিজ্ঞপ্তিতে বলা হয়,
পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
🚢 নৌবন্দর সতর্কতা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ অবস্থায় সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
🌦️ আগামী দিনের পূর্বাভাস
আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে সপ্তাহের শেষ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে, বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
🌀 সংক্ষেপে:
-
⛈️ ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি সম্ভাবনা
-
🌬️ সর্বোচ্চ বেগ: ঘণ্টায় ৬০ কিলোমিটার
-
🚢 নদীবন্দর: ১ নম্বর সতর্ক সংকেত
-
🌦️ কয়েক দিন চলবে বৃষ্টির ধারা, মৌসুমি বায়ুর বিদায় সম্ভাবনা