২০৩০ পর্যন্ত বার্সেলোনায় থাকছেন কুন্দে

Kunde.jpg
আনোয়ার হোসেন

জুলস কুন্দেকে আরও দীর্ঘ সময়ের জন্য ধরে রাখল বার্সেলোনা। ক্লাবটি শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ফরাসি ডিফেন্ডার কুন্দের সঙ্গে তাদের চুক্তি নবায়ন হয়েছে ২০৩০ সালের জুন পর্যন্ত। এর আগে ২০২৭ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি।

সেভিয়া থেকে এসে মূলত সেন্টারব্যাক হিসেবে বার্সায় যোগ দিয়েছিলেন কুন্দে। তবে সাবেক কোচ জাভি হার্নান্দেজ তাকে রাইটব্যাক হিসেবে ব্যবহার করতে শুরু করেন। সেই পজিশনেই নিজেকে প্রমাণ করেছেন কুন্দে, যিনি এখন নতুন কোচ হ্যান্সি ফ্লিকের প্রথম পছন্দের রাইটব্যাক।

ক্লাবটির প্রতি তার গুরুত্বও বেড়েছে অনেক। ২০২৩ সালের ২৫ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৯ এপ্রিল পর্যন্ত কুন্দে খেলেছেন ৮৬টি ম্যাচ। এই সময়ের মধ্যে বার্সার জার্সি গায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় তিনি।

এমন পারফরম্যান্সে ইউরোপের বড় ক্লাবগুলোর নজর পড়ে তার দিকে। বিশেষ করে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা তাকে দলে টানার আগ্রহ দেখান। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুন্দে স্বাক্ষর করেছেন নতুন চুক্তিতে।

চুক্তির পর কুন্দে বলেন,’এখানে আমি খুবই সুখে আছি। দলে নিজের অবস্থান নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং ক্লাবের উচ্চাকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হই। প্রতি মৌসুমেই আমরা সব শিরোপার জন্য লড়াই করি। তাই দল ছাড়ার কোনো ইচ্ছা আমার নেই।’

কুন্দের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে বার্সেলোনা স্পষ্ট করে দিচ্ছে, তারা ভবিষ্যতের দল গঠনে নির্ভর করছে তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের ওপর। এর আগে ক্লাবটি দীর্ঘমেয়াদে চুক্তি করেছে লামিন ইয়ামাল, পাও কুবার্সি, গাভি এবং পেদ্রির মতো উদীয়মান তারকাদের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top