২০ বিলিয়ন বছর পর নিজ গুরুভারে ধ্বসে পড়বে মহাবিশ্ব: নতুন গবেষণা দাবি

amarbholanews-photo-mohabissho.jpg
আনোয়ার হোসেন

নতুন এক গবেষণায় পদার্থবিজ্ঞানীরা চাঞ্চল্যকর দাবি করেছেন—প্রায় ২০ বিলিয়ন বছর পর মহাবিশ্ব নিজ গুরুভারে সংকুচিত হয়ে ধ্বংস হয়ে যাবে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ‘বিগ ক্রাঞ্চ’, যা মূলত ‘বিগ ব্যাং’-এর উল্টো রূপ—একটি ধ্বংসাত্মক সংকোচন প্রক্রিয়া।

গবেষণাটি করেছেন স্পেনের ডোনোস্তিয়া ইন্টারন্যাশনাল ফিজিক্স সেন্টার, চীনের শাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়, এবং যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের তিন বিজ্ঞানী—হুয়াং নান লু, ইউ-চেং কিউ, ও হেনরি টাই

তাদের গবেষণায় দেখা গেছে, মহাবিশ্বের সম্প্রসারণে ভূমিকা রাখা রহস্যময় শক্তি ‘ডার্ক এনার্জি’ সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে

গবেষণা অনুযায়ী, এখন থেকে প্রায় ১১ বিলিয়ন বছর পর মহাবিশ্বের সম্প্রসারণ থেমে যাবে। এরপর এটি ধীরে ধীরে নিজ গুরুভারে সংকুচিত হতে শুরু করবে। সবশেষে প্রায় ২০ বিলিয়ন বছর পর মহাবিশ্ব এক বিন্দুতে এসে ধ্বসে পড়বে

গবেষণায় আরও বলা হয়েছে, মহাবিশ্বের মোট আয়ু হতে পারে প্রায় ৩৩.৩ বিলিয়ন বছর। যেহেতু বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ ঘটেছিল প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে, তাই অবশিষ্ট সময় প্রায় ২০ বিলিয়ন বছর বলে ধারণা করা হচ্ছে।

এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেনরি টাই। তিনি তার প্রবন্ধ ‘দ্য লাইফস্প্যান অব আওয়ার ইউনিভার্স’-এ বিশ্লেষণ প্রকাশ করেছেন।

অধ্যাপক টাই বলেন,

“দীর্ঘদিন ধরে মনে করা হচ্ছিল, মহাবিশ্ব চিরদিন সম্প্রসারিত হবে। কিন্তু নতুন তথ্য ইঙ্গিত দিচ্ছে, আইনস্টাইনের ‘কসমোলজিক্যাল কনস্ট্যান্ট’ সম্ভবত নেতিবাচক। অর্থাৎ, সম্প্রসারণ চিরস্থায়ী নয়; বরং মহাবিশ্ব একসময় নিজেই নিজের ভেতর ধ্বসে পড়বে।”

গবেষকদের এই নতুন তত্ত্ব মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন, মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারিত হয়ে অনন্তকাল টিকে থাকবে। কিন্তু এই গবেষণা বলছে, একসময় তার অবসান অনিবার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top