২৫ বছর পর আবারো ইউএস ওপেনে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি

1757218661-8c69e1b0e7aedf6cbd591754f2c59620.webp
আনোয়ার হোসেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএস ওপেন পুরুষ এককের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন। শুক্রবার এক বিবৃতিতে ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) জানিয়েছে, তিনি টুর্নামেন্টের একজন কর্পোরেট ক্লায়েন্টের অতিথি হিসেবে ম্যাচটি সেই ক্লায়েন্টের স্যুইট থেকে উপভোগ করবেন।

তবে ট্রাম্প কোন ক্লায়েন্টের আমন্ত্রণে যাচ্ছেন, তা প্রকাশ করেনি ইউএসটিএ। ২০১৫ সালের পর এটাই হবে ট্রাম্পের প্রথম ইউএস ওপেন উপস্থিতি।

নিউইয়র্কে বসবাসের সময় তিনি নিয়মিত এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে যেতেন। তবে রাজনৈতিক জীবন শুরু করার পর থেকে আর সেখানে দেখা যায়নি তাকে। বর্তমানে তিনি মূলত ফ্লোরিডার মার-আ-লাগো এস্টেটে থাকেন।

ট্রাম্প এর আগে বেশ কয়েকটি বড় ক্রীড়া আসরে উপস্থিত থেকে আলোচনায় এসেছেন। এর মধ্যে রয়েছে— নিউ অরলিন্সের সুপার বোল, ফ্লোরিডার ডেটোনা ৫০০, মায়ামি ও নিউ জার্সির ইউএফসি লড়াই, ফিলাডেলফিয়ার এনসিএএ রেসলিং চ্যাম্পিয়নশিপ, ইস্ট রাদারফোর্ডে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইউএস ওপেন ফাইনালে উপস্থিত থাকা একটি বিরল ঘটনা। সর্বশেষ ২০০০ সালে বিল ক্লিনটন ফাইনালে অংশ নিয়েছিলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা অবশ্য ২০২৩ সালে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top