৫ শতাংশ বাড়ি ভাড়া প্রত্যাখ্যান, খালি প্লেট হাতে ভুখা মিছিলে এমপিওভুক্ত শিক্ষকরা

prothomalo-bangla_2025-10-19_eipc7ck4_vukha-Michil.avif
আনোয়ার হোসেন

বাড়ি ভাড়া ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে খালি প্লেট হাতে ‘ভুখা মিছিল’ শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আজ রোববার দুপুর সোয়া ৩টার দিকে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালি প্লেট হাতে শিক্ষা ভবন অভিমুখে মিছিল শুরু করেন। এতে হাজারো শিক্ষক-কর্মচারী অংশ নেন।

তবে মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। সেখানে শতাধিক পুলিশ সদস্য ও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ সময় শিক্ষক-কর্মচারীরা স্লোগান দেন—
‘হয়তো দাবি মেনে নে, নয়তো বুকে বুলেট দে’,
‘৫% এর প্রজ্ঞাপন, মানি না মানব না’,
‘প্রহসনের প্রজ্ঞাপন, মানি না মানব না’,
‘সি আর আবরার, আর নয় দরকার’।

‘আমাদের আন্দোলন চলবেই’

মিছিল শুরুর আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী বলেন,

“সরকার ৫ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন দিয়েছে। আমাদের বক্তব্য পরিষ্কার— এটা আমরা মানি না। এটা আন্দোলনের প্রাথমিক বিজয় মাত্র, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।”

বিএনপির সঙ্গে বৈঠক

আজিজী আরও জানান, ভুখা মিছিল দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও তাঁরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের কারণে দেরি করেছেন।

“আমরা আমাদের দাবি তাঁকে জানিয়েছি। তিনি আমাদের আন্দোলনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন,” বলেন আজিজী।

পুলিশ-শিক্ষক মুখোমুখি

বিকেল ৪টা পর্যন্ত হাইকোর্ট মোড়ে পুলিশ ও শিক্ষক-কর্মচারীরা মুখোমুখি অবস্থানে ছিলেন। সেখানে দুটি জলকামান ও সাঁজোয়া যান মোতায়েন দেখা যায়।

পটভূমি

এর আগে আজই অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়— যেখানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ বা সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়ি ভাড়ার অনুমোদন দেওয়া হয়।

তবে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (সর্বনিম্ন ৩ হাজার টাকা) বাড়ি ভাড়া ও মোট তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আজ অষ্টম দিনের মতো তাঁদের কর্মসূচি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top