হলান্ডের জোড়া গোলে বড় জয়ে লিগ শুরু ম্যানসিটির

Haland.webp
আনোয়ার হোসেন

মলিন্যুতে অনুষ্ঠিত ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করলো ম্যানচেস্টার সিটি জোরদার এক জয়ে। পেপ গার্দিওলার দল ৪-০ গোলের ব্যবধানে উলভারকে পরাস্ত করেছে।

দুই অর্ধে সমান দুটি করে গোল করেছেন সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড চার মৌসুমে প্রথম ম্যাচে গোল করার ধারাকে অব্যাহত রাখলেন। এছাড়া, সিটির অন্য দুই গোল এসেছে দুই নতুন অভিষিক্তের থেকে—ডাচ মিডফিল্ডার তিজানি রেইন্ডার্স এবং ফরাসি উইঙ্গার রায়ান শেরকি।

ম্যাচের শুরুতে উলভারহ্যাম্পটনের মার্শাল মুনেতসির গোল অফসাইডের কারণে বাতিল হলে সিটি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। ৩৪ মিনিটে হলান্ডের গোল থেকে এগিয়ে যায় সিটি। এরপর মাত্র তিন মিনিটের মধ্যে প্রিমিয়ার লিগ অভিষেক ম্যাচে নিজের প্রথম গোলটি করেন রেইন্ডার্স।

৬১ মিনিটে আবারও রেইন্ডার্সের অসাধারণ পাস থেকে হলান্ড তার দ্বিতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে পেপ গার্দিওলা হলান্ডের পরিবর্তে নামান রায়ান শেরকিকে। মাত্র ৮ মিনিট পরই প্রথম প্রিমিয়ার লিগ গোল পেয়ে যান শেরকি, যার শট থেকে দল পেল চতুর্থ গোল।

এই জয়ে শক্তিশালী শুরু করে সিটি প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের অবস্থান আরো সুসংহত করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top