ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা

Devnila.webp
আনোয়ার হোসেন

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার আজ (১৬ আগস্ট) মুক্তি পাওয়ার কথা ছিল। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিনেত্রী দেবলীনা দত্তসহ শিল্পী ও পুরো টিম নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হলেও অনুষ্ঠান শুরু হওয়ার আগেই পরিস্থিতি পাল্টে যায়।

অনুষ্ঠানের মঞ্চে ট্রেলার চালানোর সময় হঠাৎ সেটি বন্ধ হয়ে যায়। মুহূর্তে হোটেল প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিচালক অভিযোগ করেন, ট্রেলার চলাকালীন হোটেল কর্তৃপক্ষ জোরপূর্বক তা বন্ধ করে দেয়। তবে হোটেল কর্তৃপক্ষ দাবি করে—এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হোটেলে পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত কলকাতা পুলিশ পরিচালক বিবেক অগ্নিহোত্রীসহ ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর পুরো টিমকে সরিয়ে নেয়।

এমন ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। তিনি বলেন, “আমি ট্রেলারটা দেখেছি, দারুণ লেগেছে। কিন্তু আজকের ঘটনা দেখে ঘেন্না লাগছে। ট্রেলার দেখানোর অনুমতি থাকতেই সংবাদমাধ্যমগুলোকে আগেভাগে জানানো হয়েছিল। অথচ অনুষ্ঠান শুরু হতেই সেটি বন্ধ করে দেওয়া হলো কেন? কারণ কেউ বলতে পারছে না। সেন্সর বোর্ড ছবিকে ছাড়পত্র দিয়েছে বলেই তো আজ ট্রেলার মুক্তির আয়োজন করা হয়েছিল। অথচ হঠাৎ কেন এই ছেলেখেলা? বাংলায় শিল্পকলা নিয়ে এমন অপমানজনক পরিস্থিতি দেখে আমি বাকরুদ্ধ।”

তিনি আরও যোগ করেন, “আমার ঘেন্না হোটেল কর্তৃপক্ষের ওপর নয়। বরং মনে হয়েছে তারা বাধ্য হয়ে করেছে। তাদের মুখের দিকে তাকিয়ে মায়া লেগেছে। কিন্তু সত্যিই—ছিঃ মগের মুলুক!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top