‘চেন্নাইকে দোষী প্রমাণ করতে চাইনি, আমাকে ভুল বোঝা হচ্ছে’

Cennai.webp
আনোয়ার হোসেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরের মাঝপথে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। বদলি খেলোয়াড় হিসেবে তাকে সই করানো হয়। রবিচন্দ্রন অশ্বিনের দাবি, অন্য দলগুলোর চেয়ে বেশি টাকা দিয়ে ব্রেভিসকে দলে নিয়েছিল তার দল।

অশ্বিনের এই বক্তব্য সামনে আসতেই প্রশ্ন ওঠে, আইপিএলের নীতিমালা কি তাহলে লঙ্ঘন করেছে চেন্নাই? সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এবার সেই বিতর্কে নিজেই মুখ খুলেছেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় চেন্নাইয়ের এই স্পিনার বলেন, আমি পুরোনো ভিডিওতে ব্রেভিসের ব্যাটিং নিয়ে কথা বলতে চেয়েছিলাম। ওকে কত টাকা দিয়ে কেনা হয়েছে সেই বিষয়ে বলতে চাইনি।

তিনি বলেন, আমাদের বুঝতে হবে যে আইপিএলে খেলা প্রত্যেক ক্রিকেটারের চুক্তির কথা প্রতিযোগিতার গভর্নিং বডি জানে। তাই যদি কোনো দুর্নীতি হতো, তাহলে তা প্রকাশ্যে আসত। আমি চেন্নাইকে দোষী প্রমাণ করতে চাইনি। আমাকে ভুল বোঝা হচ্ছে।

‘বেবি এবিডি’ উদীয়মান তারকা ব্রেভিসকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে তারা ন্যূনতম মূল্য ৭৫ লাখ রুপির বেশি দিতে রাজি হননি। চেন্নাই সেই মূল্য দিয়েছে বলেই এই প্রোটিয়া ক্রিকেটারকে পায় তারা।

বিতর্কের মাঝে চেন্নাই সুপার কিংসও বিবৃতি দিয়ে বলেছে, চেন্নাই স্পষ্ট করে দিতে চায় যে বদলি ক্রিকেটারকে সই করানো নিয়ে আইপিএলের যা যা নিয়ম রয়েছে, সব মেনেই ব্রেভিসকে সই করানো হয়েছে।

এদিকে, ব্রেভিসকে চেন্নাই সঠিক সময়ে দলে নিয়েছে বলে পুনরায় মন্তব্য করেন অশ্বিন। তিনি বলেন, চোটের কারণে বদলি ক্রিকেটার নেওয়া আইপিএলে খুব সাধারণ ঘটনা। চেন্নাই সেটাই করেছে। তবে ব্রেভিস দুর্দান্ত প্রতিভা। আগামী দিনে ও চেন্নাইয়ের সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top