চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে পদ্মার পানি

bisty2.webp
আনোয়ার হোসেন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। তবে নদীতে পানি কমলেও বন্যার পানিতে নিম্নাঞ্চল এখনো ডুবে রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ২০ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী ৪/৫ দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে। আর জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

জানা গেছে, বন্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর, আলাতুলী ও শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর ও দূর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের ১২ হাজার পরিবার প্রায় ১০ দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে। ওইসব এলাকায় খাবার পানি ও শুকনা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বন্যায় প্লাবিত এলাকার মানুষজন। ইতিমধ্যে ৮ হাজার ৩০০ কৃষকের ২ হাজার ১২ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ইতিমধ্যে ২৮ মেট্রিকটন চাল প্রদান করা হয়েছে। ৫ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

এদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে ২০ সেন্টিমিটার পানি কমেছে। আগামী পাঁচদিনের মধে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top