বেসরকারি ব্যাংক নেবে ট্রেইনি অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

prothomalo-bangla_2025-06-18_jo7ht5pz_close-up-briefcase.avif
আনোয়ার হোসেন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের অন্যতম ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি। বাণিজ্যিক ব্যাংকটি কন্টাক্ট সেন্টার বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। ইস্টার্ন ব্যাংক ট্রেইনি অফিসার পদে কতজন নেবে, তা নির্ধারিত নয়। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়স নির্ধারিত নয়। ট্রেইনি অফিসার পদের কেউ চাকরি পেলে পদায়ন হবে রাজধানীর গুলশানে। এ পদে গ্রাহককেন্দ্রিক, প্রযুক্তিনির্ভর এবং শিল্পে শীর্ষস্থানীয় পরিবেশে কাজ করার সুযোগ থাকবে।

বেতন ও সুবিধাদি

পূর্ণকালীন এ চাকরিতে মাস শেষে বেতন মিলবে ৩১ হাজার টাকা। এ ছাড়া উৎসব ও কর্মদক্ষতা বোনাস, চিকিৎসা খরচসহ ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্য সুযোগ-সুবিধাও মিলবে। যোগদানের ১৮ মাস পরে কর্মদক্ষতা ও শৃঙ্খলার ওপর ভিত্তি করে ব্যাংকের স্থায়ী কর্মী হওয়ার সুযোগ থাকবে।

আবেদনের যোগ্যতা

*বাণিজ্য বিভাগে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৬ মাস চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সদ্য স্নাতক শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ

আগামী ২৮ আগস্ট ২০২৫

*কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top