পিছিয়ে পড়েও বার্সেলোনার নাটকীয় জয়

1755988237-08b9113360eb5e46ea5202e015605e44.webp
আনোয়ার হোসেন

লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত শুরুর ধারাবাহিকতা ধরে রেখেছে শিরোপাধারী বার্সেলোনা। শনিবার (২৩ আগস্ট) রাতে নবাগত লেভান্তের মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় হান্সি ফ্লিকের দল।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখালেও প্রথমার্ধে দুটি গোল হজম করে বার্সা। ইভান রোমেরো ও হোসে লুইস মোরালেসের গোলে এগিয়ে যায় লেভান্তে। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় দৃশ্যপট। পেদ্রি ও ফেররান তরেসের ঝলকে সমতায় ফেরে বার্সেলোনা। আর যোগ করা সময়ে উনাই এলগেসাবালের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় কাতালানদের।

পুরো ম্যাচে বলের দখলে বার্সেলোনার দখল ছিল প্রায় ৮৩ শতাংশ। গোলের উদ্দেশ্যে তারা নেয় ২৬টি শট, যার ১০টি ছিল লক্ষ্যে। লেভান্তে ছিল তুলনামূলকভাবে স্নায়ুচাপে। তারা নেয় মাত্র ৮টি শট, যার ৫টি ছিল অন টার্গেট।

খেলার ধারার বিপরীতে ১৫তম মিনিটে লেভান্তেকে এগিয়ে দেন ইভান রোমেরো। বাঁ দিক থেকে জেরেমির পাসে ডিফেন্ডারদের কাটিয়ে কাছ থেকে গোল করেন তিনি। এরপর ৪৫ মিনিটে বার্সেলোনার আলেহান্দ্রো বাল্দের হ্যান্ডবলের কারণে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সেটি সফলভাবে রূপান্তর করেন ৩৮ বছর বয়সী হোসে লুইস মোরালেস।

বিরতির পর এক ঝড় তুলে ম্যাচে ফেরে বার্সেলোনা। ৪৯তম মিনিটে ইয়ামালের পাস থেকে দূরপাল্লার শটে জালে বল জড়ান পেদ্রি। এরপর ৫২তম মিনিটে রাফিনিয়ার কর্নার থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন তরেস।

শেষদিকে একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত জয় পাচ্ছিল না বার্সেলোনা। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে ইয়ামালের ক্রসে হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান লেভান্তে ডিফেন্ডার এলগেসাবাল। এই আত্মঘাতী গোলই জয় এনে দেয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top