ইয়েমেনের ‘নতুন ক্ষেপণাস্ত্র’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইসরায়েল

1756024644-9cd22a8d3b8ef2fe00473c8d99d8e7ec.webp
আনোয়ার হোসেন

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।  মূলত ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল সরকারের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে চলে যায়।

ইসরায়েলি  দৈনিক ইয়েদিওথ আহরোনোথের ওয়েবসাইট ওয়াইনেট নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বাহিনী একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, যা একদিন আগে আরব উপদ্বীপের দেশটির দিক থেকে ছোড়া হয়েছিলে এবং এটি ‘তেল আবিব শহরের কাছে’ অবতরণ করে।

ক্ষেপণাস্ত্রটিতে ‘ক্লাস্টার গোলাবারুদ’ আছে কি না-তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমটি একটি ভিডিও প্রকাশ করেছে, এতে মাঝ আকাশে একটি ক্ষেপণাস্ত্রকে টুকরো টুকরো হতে দেখা গেছে।

এতে বলা হয়েছে, ফুটেজে প্রদর্শিত প্রজেক্টাইলটি স্পষ্টতই হুথি বিদ্রোহী গোষ্ঠী ছুঁড়েছিল।  তবে সরকার ভিডিওটি নিয়ে এখনও খতিয়ে দেখছে।

এর আগে শুক্রবার ইয়েমেনি বাহিনী ইসরায়েলে একাধিক নতুন হামলা চালানোর ঘোষণা দিয়েছে।  যার মধ্যে রয়েছে- বেন গুরিওন বিমানবন্দর, তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু এবং তেল আবিব থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের আরেকটি সংবেদনশীল লক্ষ্যবস্তু।

তবে ইসরায়েল সরকার যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা-নিরিক্ষা করে দেখছে সেটিকে ইয়েমেনি বাহিনী ‘ফিলিস্তিনি-২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top